You are here: Home » আদালত » এসকে সিনহার অনুপস্থিতিতে অস্থায়ী প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞা

এসকে সিনহার অনুপস্থিতিতে অস্থায়ী প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞা 

185231kalerkanrtho_pic.jepg_

জনমত.কম অনলাইন

৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৫২

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার অনুপস্থিতিকালীন সময় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি ওয়াহহাব মিঞাকে এই দায়িত্ব প্রদান করেছেন।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, প্রধান বিচারপতি এসকে সিনহা বিচারপতিদের সম্মেলনে যোগদানে জন্য জাপানের উদ্দেশে আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন। সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে ইতোপূর্বে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পত্র দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি।

Add a Comment